কালীগঞ্জে প্রতিষ্ঠান পর্যায়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রতিযোগিতা বাস্তবায়নে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিষ্ঠান পর্যায়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠান বাস্তবায়ন উপলক্ষে এক প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা। সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যাদব কুমার সরকার, সরকারী মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সালমা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক কুমার সাহা, নলডাঙ্গা ভূষন সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মকবুল হোসেন তোতা, কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল আলিমসহ কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল ,কলেজ ও মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় নিম্ন লিখিত বিষয় গুলো গ্রহণ করা হয় 

১.প্রতিষ্ঠান পর্যায়ে ১৭/১০/২০১৮ খ্রি :দিন ব্যাপি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

২.উপজেলা পর্যয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে-২০/১০/১৮খ্রি:।

৩গ্রুপ৩(তিন)টি (ক) শিশু হতে ৫ম শ্রেণি (খ) ৬ষ্ঠ শ্রেণি হতে ৮ম শ্রেণি পর্যন্ত (গ)৯ম শ্রেণি হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত।


প্রতিযোগিতা বিষয় সমুহ:মুক্তিযুদ্ধভিত্তিক


বিষয় (একক)
১।বিজয় ফুল’তৈরী,২। গল্প রচনা,৩।কবিতা রচনা ৪।কবিতা আবৃত্তি ৫।চিত্রাংকন ৬। একক অভিনয় ৭।চলচিত্র নির্মান (৯ম শ্রেণি হতে দ্বদশ শেণি পর্যন্ত।

দলগত

১।দেশাত্ববোধক সংগীত

২।জাতীয় সংগীত (সকল গ্রুপের জন্য)

No comments

Powered by Blogger.