কোটচাঁদপুরে গলাকেটে শিশুকে হত্যা।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় এক শিশুর গলাকাটা লাশ পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার জালালপুর গ্রামের একটি পরিত্যক্ত ঘরের বারান্দা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। শিশুটির গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানাচ্ছেন স্বজন ও এলাকাবাসী।
নিহত ওই শিশুর নাম মিম। সে জালালপুর জোতপাড়া গ্রামের খোকা মণ্ডলের কন্যা। মিম জোতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গ্রামের মসজিদের মাইকে হারানোর সংবাদ প্রচার করে। এরপর রাত সাড়ে আটটার দিকে বাড়ি থেকে একটু দূরে পরিত্যক্ত ঘরের বারান্দায় গলাকাটা অবস্থায় মিমের লাশ পাওয়া যায়।
রাতে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা বলেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। শিশুটিকে গলাকেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
No comments