কালীগঞ্জে কমরেড ওয়াজেদ আলী ও কামরুজ্জামান মনার মৃত্যুবার্ষিকী পালিত
গোলাম রসুল:কালীগঞ্জে কমরেড ওয়াজেদ আলী ও কামরুজ্জামান মনার ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষ্যে কালীগঞ্জ হাট চাঁদনীর দ্বিতীয় তলায় কার্যালয়ে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আহ্বায়ক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঝিনাইদহ জেলা সভাপতি তোজাম্মেল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম শামীমুল হক, কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও যশোর জেলা সম্পাদক হাফিজুর রহমান, ট্রেড ইউনিয়ন সংঘের যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, ঝিনাইদহ জেলা সভাপতি আব্দুস সালাম শাহ, কৃষক সংগ্রাস সমিতি ঝিনাইদহ জেলা সভাপতি ডাঃ ওলিয়ার রহমান, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সদর উপজেলার আহ্বায়ক ও জেলার অন্যতম নেতা সদর উদ্দিন সিকমল প্রমুখ। সভা পরিচালনা করেন ট্রেড ইউনিয়ন সংঘের ঝিনাইদহ জেলা সম্পাদক মানবেন্দ্র দাস মিন্টু।স্মরণ সভা থেকে ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল কালাকানুন বাতিল, হত্যা-খুন-গুম তথা রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাস বন্ধ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ ও রামপাল কয়লা ভিত্তিক বিদদ্যুৎ প্রকল্পসহ সাম্রাজ্যবাদী দেশ ও সংস্থা সমূহের সাথে সম্পাদিত জাতীয় ও জনস্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল, সমাবেশের অধিকার, মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা, চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে কমানো, গ্যাস-বিদ্যুতের দফায় দফায় মূল্যবৃদ্ধির পরিকল্পনা প্রত্যাহার, গার্মেন্টস, হোটেল-রেস্টুরেন্ট, স’মিল, দর্জি, প্রেসসহ সকল শ্রমিক-কর্মচারিদের জন্য বাজারদরের সাথে সংগতি রেখে ২০ হাজার টাকা মূল মজুরি নির্ধারণ ও গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়ন, ভূমিহীন দরিদ্র কৃষকের হাতে জমি ও কাজ, কৃষি উৎপাদনের খরচ কমানো এবং ফসলের ন্যায্যমূল্য, সার, ডিজেল. কীটনাশকের দাম কমানোর দাবিতে প্রয়াত কমরেড ওয়াজেদ আলী ও কামরুজ্জামান মনার জীবন থেকে শিক্ষা নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। নেতৃবৃন্দ আরো বলেন, সুষ্ঠু নির্বাচন একটি গণতান্ত্রিক ব্যবস্থার পূর্ব শর্ত নয় বরং একটি গণতান্ত্রিক ব্যবস্থাই সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি দিতে পারে। তাই সা¤্রাজ্যবাদ ও তার দালাল (সরকার ও শোষকগোষ্ঠি)দের স্বার্থরক্ষাকারী প্রচলিত রাষ্ট্র ও সংবিধানের বিপরীতে শ্রমিক-কৃষক-জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান সভার দাবিতে আন্দোলন গড়ে তোলার জন্যে প্রয়াত কমরেড ওয়াজেদ আলী ও কামরুজ্জামান মনার ৪৪তম মৃত্যুবার্ষিকী সকল গণতান্ত্রিক ব্যক্তি, শক্তি ও সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
No comments