ঝিনাইদহ সদর উপজেলা শ্রেষ্ট শিক্ষা অফিসার মুশতাক আহমদকে ফুলেল শুভেচ্ছা ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার মুশতাক আহমদকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদাণ করা হয়েছে।
রোববার দুপুরে তার কার্যালয় সদর উপজেলা শিক্ষা অফিসে বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন সদর পুর্বাঞ্চল শাখার উদ্যোগে তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদাণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রবীর কুমার কানঞ্জিলাল, ফেরদৌস আরা, হাটগোপালপুর মর্নিংসান কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক মুন্সী মাসুদ পারভেজ, মডার্ন প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক সাইফুজ্জামান লাল্টু, গোয়ালপাড়া আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেন, শাপলা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, মধুপুর প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, নতুন কুড়ি প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সেলিম হোসেন, আলামিন প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, সাড়া প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সু-প্রভাত প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক বাবুল আক্তার, ব্যাতিক্রম প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম।

উল্লেখ্য, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুশতাক আহমদ বর্তমানে ঝিনাইদহ সদর উপজেলার উপজেলা শিক্ষা অফিসার হিসাবে কর্মরত আছেন। তিনি ২০১৭ সালের ১৩ মার্চ ঝিনাইদহে যোগদানের পর থেকে সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়সহ অফিস সমুহের আমুল পরিবর্তন আনতে সক্ষম হন। জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আক্তারুজ্জামান জেলার সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হিসেবে তাকে নির্বাচিত করেন।


No comments

Powered by Blogger.