স্টাফ রিপোর্টার ।। ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগের সভাপতি ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে কালীগঞ্জ-যশোর মহাসড়ক হক চিড়া মিলের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি আবেদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজূ । কর্মসূচির মধ্যে ছিল মা দিবস পালন, কেক কাটা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তেব্যে বিজু বলেন, আজ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭২ তম জন্মদিন। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর জন্ম। এই জন্মদিন উপলক্ষে আমি আপনাদের আহবান করেছি আপনারা আমার ডাকে সাড়া দিয়েছেন এ জন্য আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। অনুষ্ঠানটি উপস্থাপন করেন থানা সেচ্ছাসেবক লীগের সদস্য জিয়াউল হক অপু,। বক্তব্য রাখেন, থানা সেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক জিহাদ হাসান, থানা সেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক মোজাহেদুল ইসলাম রুমি, থানা যুবলীগের সাবেক আহবায়ক ইব্রাহিম খলিল লিটন প্রমূখ।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments