কালীগঞ্জে ১৫কোটি ৬৫লক্ষ টাকা ব্যয়ে ৫টি ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করলেন-এমপি আনার
কালীগঞ্জ প্রতিনিধিঃশিক্ষার মান উন্নয়নে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার ৫ টি মাধ্যমিক বিদ্যালয়ে সম্প্রসারিত ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকালে মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয়ে ৩কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে ৫ টি ৪তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন করা হয়েছে। উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এর পরে সকাল ১০টায় কালুখালী মধুপুর মাধ্যমিক বিদ্যালয়, সকাল ১১টায় বালিয়াডাঙ্গা এম এস মাধ্যমিক বিদ্যালয়, দুপুর ১২টায় বিসিএস মাধ্যমিক বিদ্যালয়, দুপুর ২টায় এসসি মাধ্যমিক বিদ্যালয়ে ৫ টি ৪তলা ভবনের মাধ্যমিক পর্যায়ে মোট ১৫কোটি ৩৫লক্ষ টাকা ব্যয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উদ্বোধন উপলক্ষে আলোচনা সভাসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, বিশেষ অতিথি কালীগঞ্জ পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র আশরাফুল আলম আশরাফ, সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, ত্রিলোচানপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা, মোচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নে সাধারন সম্পাদক আতিয়ার রহমান, মোচিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল, চাষী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মাসুদুর রহমান মন্টু সহ প্রতিটা স্কুলের শিক্ষক মন্ডলী। প্রধান অতিথির বক্তব্য এমপি আনার বলেন শিক্ষারমান গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ। ঝিনাইদহ-৪ সংসদীয় এলাকায় ৩৯টি স্কুল কলেজ মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হবে। এর ভিতরে ২৯ টি ৪তলা ভবন আর বাকী ১০ টা উদ্ধমূখী কাজ করা হবে।
No comments