ঝিনাইদহে বাল্যবিবাহ, আত্মহত্যা ও মাদকবিরোধী সাইকেল র্যালি
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহে বাল্যবিবাহ, আত্মহত্যা ও মাদকবিরোধী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে সাইকেল র্যালি বের করা হয়।এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদা খানম, ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জয়া রানী চন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২ শতাধিক ছাত্রী অংশ নেয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুজিব চত্বরে গিয়ে শেষ হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা, বাল্যবিবাহ, আত্মহত্যা ও মাদককে সমাজের ক্যান্সার উল্লেখ করে এর বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।
No comments