ঝিনাইদহে বিশ্ব পর্যটন দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি:‘পর্যটন শিল্পের বিকাশে তথ্য প্রযুক্তি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক বাকাহিদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।বক্তারা, জেলার পর্যটনকে বিশ্বের দরবারে তুলে ধরতে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রতি আহ্বান জানান।
No comments