কালীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ী আটক
কালীগঞ্জ প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার বিকাল ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এস আই সম্বিত ও এস আই অমিত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কালীগঞ্জ পৌরসভার কাঁশীপুর বেদেপাড়া) থেকে ৫০ গ্রাম গাঁজাসহ নজিবুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। সে কাশীপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে। একই দিন পৃথক অভিযানে কালীগঞ্জ পৌরসভাধীন শ্রীলক্ষী সিনেমা হলের সামনে থেকে ৫০ গ্রাম গাঁজাসহ ডাবলু শেখ নামে আরেক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক মাদক ব্যবসায়ী নড়াইল জেলার লোহাগাড়া থানার গাঁগাঁ গ্রামের মৃত জামাল শেখের ছেলে। সে নলডাঙ্গা রোডের (দরবেশ মিয়ার চাতালের পাশে) তপনের বাড়ীর ভাড়াটিয়া। কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) ইউনুছ আলী জানান, আমি এ থানায় সবেমাত্র যোগদান করেছি মাদকের বিষয়ে কোন ছাড় দেওয়া হবে না। আমি যোগদান করার পরপরই কয়েকটি মামলা দিয়েছি। এ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
No comments