মেসি ম্যাজিকে বড় জয় বার্সেলোনার!
লিওনেল মেসির ম্যাজিকে স্প্যানিশ লা লিগায় দারুণ ছন্দে রয়েছে বার্সেলোনা। টানা তিন ম্যাচ জয়ে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে ক্যাটালানরা। হুয়েস্কাকে ৮-২ গোলে বিধ্বস্ত করে, এই সিজনেও শিরোপা জয়ের বার্তাই যেন দিয়ে রাখল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা।
ক্যাটালানরা ঘরের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও হুয়েস্কাকে ৮-২ গোলে হারাতে সক্ষম হয়। বার্সার গোল-উৎসবের নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকা করেছেন দুই গোল। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন দুই গোল। হ্যাটট্রিকও পেতে পারতেন।
কিন্তু যোগ করা সময়ে মেসি নিজে পেনাল্টি না নিয়ে সুয়ারেজকে সুযোগ করে দেন।
মেসি ও সুয়ারেজের জোড়া গোলের সঙ্গে একটি করে গোল পেয়েছেন উসমান ডেম্বেলে, ইভান রাকিটিচ ও জর্দি আলবা। অন্য গোলটি হুয়েস্কার হোর্হে পুলিদোর আত্মঘাতী স্কোর থেকে। হুয়েস্কার হয়ে একটি করে গোল করেন হার্নান্দেজ ও অ্যালেক্স গায়ার।
সূত্র: গোল ডটকম
No comments