কোটচাঁদপুরের জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাভাপ্রতি পদে নির্বাচিত হয়েছে এ বি এম নাসির উদ্দিন।
টিপু সুলতান: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপ্রতি পদে আজ বুধবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপ্রতি পদে বিজয়ী হয়েছে এ বি এম নাসির উদ্দিন প্রাপ্ত ভোট ৬টি, তার নিকট তম প্রতিদ¦ন্দ্বী আহাসানুজ্জামান প্রাপ্ত ভোট ৩টি । উক্ত নির্বাচনে ভোটার সংখ্যা ছিলো মাত্র ৯ জন । প্রজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন কোটচাঁপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রতন মিয়া ।
No comments