ঝিনাইদহের নবগঙ্গা নদী দখল ও দূষণ মুক্ত রাখতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের নবগঙ্গা নদী দখল ও দূষণ মুক্ত রাখতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিশ্ব নদী দিবস উপলক্ষে রোববার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে নবগঙ্গা রক্ষা পরিষদ।
ঘন্টাব্যাপী চলা এ কর্মসূচীতে ব্যানার-ফেস্টুন নিয়ে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, নারী কল্যাণ সংস্থার সভাপতি দীপ্তি রহমান, পরিবেশবিদ মাসুদ আহম্মেদ সঞ্জু, ঝিনাইদহ থিয়েটারের সভাপতি একরামুল হক লিকু, অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, বিহঙ্গের সাধারণ সম্পাদক শাহীনুর আলম লিটন, নবগঙ্গা রক্ষা পরিষদের আহ্বায়ক খান এম এস জামান শিমুল, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম শিপন, সদস্য সচিব গাউস গোর্কি, কাঞ্চননর উত্তরপাড়া বাসি সংগঠনের সভাপতি খানজাহান আলী, সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, ঐতিহ্যবাহী নবগঙ্গা নদীর অবৈধ দখলদার উচ্ছেদ ও নদী দুষণ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সেই সাথে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়।

No comments

Powered by Blogger.