ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হলেন মুশতাক আহমদ

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার হিসাবে নির্বাচিত হয়েছেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুশতাক আহমদ। তিনি বর্তমানে ঝিনাইদহ সদর উপজেলার উপজেলা শিক্ষা অফিসার হিসাবে কর্মরত আছেন । তিনি ২০১৭ সালের ১৩ মার্চ ঝিনাইদহে যোগদানের পর থেকে সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয় সহ অফিস সমুহের আমুল পরিবর্তন আনতে সক্ষম হন। জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্টানে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আক্তারুজ্জামান জেলা সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হিসেবে তাকে নির্বাচিত করেন। তিনি ২০০৫ সালে ১০ জানুয়ারি চাকরিতে যোগদান করেন। সাতক্ষীরা সদর ও ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলায় কর্মরত থাকা অবস্থায় সেখানেও তিনি শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত হন। তিনি যশোরের মনিরামপুর উপজেলার রামনাথপুর গ্রামের মাষ্টার দিন মোহাম্মদ এর কনিষ্ঠ পুত্র। তিনি বাংলাদেশের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় গুলো অন্যতম শিক্ষা নগরী হিসাবে গড়ে তুলতে চান। তিনি সবার কাছে দোয়া কামনা করেন।


No comments

Powered by Blogger.