কোটচাঁদপুরে স্বামী পরিত্যক্তা মানসিক প্রতিবন্ধী নিখোঁজ
কোটচাঁদপুর প্রতিনিধিঃগত সোমবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সুয়াদী গ্রাম থেকে লিপি (২৫) নামে স্বামী পরিত্যক্তা এক মানসিক প্রতিবন্ধী নিখোঁজ হয়েছেন। লিপি ওই গ্রামের মৃত পীর মোহাম্মদের কন্যা। পারিবারিক সূত্র জানায়, সোমবার সকাল ১০ টার পর লিপি বাড়ি থেকে নিখোঁজ হন। পাড়া-প্রতিবেশি স্বজনসহ পাশ^বর্তী গ্রামে খোজাখুজি করেও তার কোন হদীস মেলেনি। ইয়াসিন (৯) নামে এক শিশু পুত্রের জননী লিপি। তিনি নিজের নাম ও ঠিকানা বলতে পারেন। তার কোন সন্ধান পেলে তার ভাই জাকির হোসেনের ০১৭৩৩-১৭৪৪১৫ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন। লিপি নিখোঁজ হওয়ার ঘটনায় তার পুত্র মা ও ভাই-বোনেরা ব্যাকুল হয়ে উঠেছেন।
No comments