‘আপনাদের মতো আমিও রান চাই’
চিত্রা নিউজ ডেস্ক:সম্প্রতিক সময়ে ভালো পারফর্ম করেই এশিয়া কাপের দলে জায়গা করে নিয়েছেন লিটন দাস। তাঁর ওপর ভরসা রাখছেন দলনেতা মাশরাফি বিন মুর্তজাও। তরুণ এই উইকেটকিপার-ব্যাটসম্যান জানিয়েছেন এশিয়া কাপকে ঘিরে তাঁর পরিকল্পনার কথা। এশিয়া কাপের দলে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত লিটন বলেন, ‘অনেকদিন দলের বাইরে থাকার পর একটি ভালো সুযোগ পেয়েছি। এটি কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা থাকবে। আশা করছি ভালো কিছু করতে পারব। সবচেয়ে বড়া কথা, আপনাদের মতো আমিও রান চাই।’ অবশ্য এই ক্যারিয়ারে তাঁর বড় ইনিংস খুবই কম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শুরুটা ভালো করতে পারলে, বড় ক্রিকেটাররা সে ইনিংসটাকে লম্বা করতে পারেন। আমি অবশ্য সে কাতারে যেতে পারিনি, তাই বড় ইনিংস খুব একটা খেলতে পারছি না। ভালো কিছু করার চেষ্টায় আছি, যেন বড় কিছু করতে পারি।‘ ভালো ইনিংস খেলা প্রসঙ্গে এই ডানহাতি ব্যাটসম্যান বলেন, ‘আসলে একজন ব্যাটসম্যান যেকোনো বলেই আউট হতে পারেন। এর জন্য প্রয়োজন শটগুলো নিখুঁতভাবে খেলা। অবশ্য উইকেটে থাকলে রান করার চাপ থাকেই। আর রান করতে হলে ব্যাট চালাতে হয়।’ তবে আসন্ন এশিয়া কাপের লিটন কত নম্বরে ব্যাট করবেন সেটা এখনো ঠিক হয়নি। তবে ওপেনিংয়ে ব্যাট করা খুবই চ্যালেঞ্জিং বলেই মনে করেন তিনি, ‘ওপেনিংয়ে ভালো খেলা সবসময়ই চ্যালেঞ্জিং। তবে আমি সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চেষ্টা করব। সেভাবেই অনুশীলন করছি।’ এবারের আসরে পেসারদের দাপট থাকবে। তাদের কীভাবে সামলাবেন এমন এক প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘আমরা দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের দুর্দান্ত সামলে এসেছি, সে তুলনায় এই আসরের পেসাররা কিছুই না। তবে সে অভিজ্ঞতা আমাদের কাজে আসবে এই টুর্নামেন্টে।’ ১৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই আসরের প্রথম পর্ব শেষ হবে ২০ সেপ্টেম্বর। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সুপার ফোরে, ২১ থেকে ২৬ সেপ্টেম্বর হবে এই পর্বটি। আর ২৮ সেপ্টেম্বর হবে ফাইনাল।
বাংলাদেশ গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচ খেলবে আফগানিস্তানের সঙ্গে ২০ সেপ্টেম্বর।
আসরের উদ্বোধনী দিনেই মাঠে মাশরাফি-সাকিবরা। বাংলাদেশের প্রতিপক্ষ থাকছে শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান ছাড়াও বাছাইপর্ব থেকে খেলা আসা দুটি দলের সঙ্গে।
আর ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তান ছাড়াও বাছাইপর্বের দুটি দল সুযোগ পাবে।
এশিয়া কাপের সর্বশেষ তিনটি আসর বাংলাদেশে বসেছিল। ঘরের মাঠে তিনটি আসরেই দারুণ সাফল্য পেয়েছিল, খেলেছিল ফাইনালে। এবার কেমন করে, সেটাই এখন দেখার।
বাংলাদেশ গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচ খেলবে আফগানিস্তানের সঙ্গে ২০ সেপ্টেম্বর।
আসরের উদ্বোধনী দিনেই মাঠে মাশরাফি-সাকিবরা। বাংলাদেশের প্রতিপক্ষ থাকছে শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান ছাড়াও বাছাইপর্ব থেকে খেলা আসা দুটি দলের সঙ্গে।
আর ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তান ছাড়াও বাছাইপর্বের দুটি দল সুযোগ পাবে।
এশিয়া কাপের সর্বশেষ তিনটি আসর বাংলাদেশে বসেছিল। ঘরের মাঠে তিনটি আসরেই দারুণ সাফল্য পেয়েছিল, খেলেছিল ফাইনালে। এবার কেমন করে, সেটাই এখন দেখার।
No comments