কালীগঞ্জের চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ে জ্যামিতি বিষয়ের উপর পাঁচদিন ব্যাপি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ।
স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ে জ্যামিতি বিষয়ের উপর পাঁচদিন ব্যাপি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়। চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলায়মান হোসাইনের সভাপতিতে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যলয়ের সিনিয়ার সহকারি শিক্ষক (ইংরেজী) আব্দুল ওহাব, সিনিয়ার সহকারি শিক্ষক (জীব বিজ্ঞান) অহিদুর রহমান, কালীগঞ্জ ব্র্যাক শিক্ষা কর্মসুচি পেইস এর অর্গানাইজার শিউলি খাতুন প্রমুখ। উক্ত পাঁচদিন ব্যাপি জ্যামিতি কোর্সের প্রশিক্ষণ দেয় গণিত শিক্ষাবিদ ব্র্যাকের শিক্ষক আব্দুল মান্নান ও শরিফুল ইসলাম । অনুষ্ঠানটি পরিচালনা করেন শরিফুল ইসলাম । উল্লেখ্য যে বৃহত্তর যশোহর জেলার মধ্যে চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ে এটাই এক মাত্র সর্বপ্রথম জ্যামিতি বিষয়ের কোর্স অনুষ্ঠিত হয়।
No comments