ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ ছাত্রদল নেতা আটক
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহে অস্ত্র-গুলি, হাতবোমা ও মাদকসহ নয়ন (২৭) নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে শহরে বাইপাস এলাকার আইয়ুব মোড় থেকে নয়নকে আটক করা হয়। আটককৃত নয়ন শহরের মহিলা হোস্টেলপাড়ার আব্দুল মজিদের ছেলে।ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, নাশকতার পরিকল্পনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে বাইপাস এলাকার আইয়ুব মোড়ে অভিযান চালানো হয়। এসময় একটি রিভলবার, ২ রাউন্ড গুলি, ২ টি হাতবোমা ও ৫১ পিচ ইয়াবাসহ নয়নকে আটক করা হয়। আটককৃত নয়ন ঝিনাইদহ পৌর ছাত্রদলের সভাপতি বলে জানিয়েছে পুলিশ।
No comments