ঝিনাইদহে হোটেল মালিক রেস্তোরা সমিতির অভিষেক অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি:বাংলাদেশ হোটেল মালিক রেস্তোরা সমিতি ঝিনাইদহ জেলা শাখার অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের ডা কে আহম্মেদ পৌর কমিউনিটি সেন্টারে এ অভিষেক অনুষ্ঠিত হয়। সে সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হোটেল মালিক রেস্তোরা সমিতি ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আবিদুর রহমান লালুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র সাইদুল করিম মিন্টু, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সুচন্দন মন্ডল, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফাহমিদা খাতুন, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন হোটেল মালিক রেস্তোরা সমিতি ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক নিতাই ঘোষ। পরে অতিথি বৃন্দ নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা জানায়। অনুষ্ঠানে জেলার সকল হোটেল মালিকগণ উপস্থিত ছিলেন।
No comments