কালীগঞ্জে রাস্তার ওপর অবৈধভাবে গাড়ী পার্কিং ভ্রাম্যমান আদালতে জরিমানা
॥মিজানুর রহমান ॥
ঢাকা-খুলনা মহাসড়কের ঝিনাইদহের কালীগঞ্জ অংশের কয়েকটি স্থানে সড়কের উপরই যত্রতত্র দাঁড় করিয়ে রাখা হয় যানবাহন। সড়কের উপরই চলে মেরামত কাজ। মহাসড়ক থেকে অল্প দূরেই সড়কের জায়গায় প্রতিষ্ঠা করা হয়েছে গাড়ির বডি তৈরীর কারখানা। বিষয়টি নজরে আসায় রাস্তার উপর অবৈধভাবে গাড়ী পার্কিংয়ের অপরাধে ৫ টি যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত চালিয়ে ১হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে শহরের বৈশাখী মোড়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা রাণী সাহা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
কালীগঞ্জ থানার এসআই জাহিদুল ইসলাম জানান, বৈশাখী মোড়ে রাস্তার উপর অবৈধভাবে গাড়ী পার্কিংয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালান। সে সময় ৫টি যানবাহনের ড্রাইভারকে ১ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানকে স্বাগত জানিয়েছে পথচারীরা। একই ভাবে ঢাকা-খুলনা মহাসড়কের চিত্রা নদীর পাড়ে (ব্রীজের দক্ষিন পাশে) অভিযান চালালে সন্ধ্যার পর সারি সারি ট্রাক পার্কিং রাখা বন্ধ হবে বলে আশা করছেন পথচারীরা।
No comments