ঝিনাইদহের কালীগঞ্জে গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে গৃহবধুর মৃত্যু


 স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডে কড়াই গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে ফাহমিদা বেগম (৩৫) এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধু কালীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির এজিএম আব্দুর রউফের স্ত্রী।কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে মেইন বাসষ্ট্যান্ডে রিক্সার উপর বসে মাংস কিনছিল ওই গৃহবধু। এসময় কড়াই গাছের শুকনো ডাল ভেঙ্গে তার মাথার উপর পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, কড়াই গাছটি নিয়ে এর আগে স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও গাছটি কাটার উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।

No comments

Powered by Blogger.