মহেশপুরে সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
মহেশপুর প্রতিনিধিঃ মঙ্গলবার দিবাগত রাতে সাপের কামড়ে উপজেলার গোপালপুর গ্রামে তালিম হোসেন হৃদয় নামে (১৪) এক মাদ্রাসা ছাত্রের করুন মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে প্রকাশ, উপজেলার গোপালপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে কৃঞ্চপুর দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্র তালিম হোসেন হৃদয় মঙ্গলবার দিবাগত গভীর রাতে বাড়ীতে ঘুমিয়ে ছিল। এ সময় একটি বিষধর সাপ তার কোমরের ডান দিকে ছোবল দেয়। রাতে স্থানীয় ওঝা ও কবিরাজ অনেক ঝাড়ফুক দেয়। তাতে কোন কাজ না হলে যশোর জেনারেল হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার আব্দুর রশিদ জানান, হাসপাতালে আনার আগেই হৃদয়ের মৃত্যু হয়েছে।
No comments