শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের কোন বিকল্প নাই: এমপি আনার
বারবাজার প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জ বারবাজার এলাকার শিক্ষার মান উন্নয়নে কাজ করে চলেছে এমপি আনার।বৃহস্পতিবার বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা ভবন বারবাজার বালিকা বিদ্যালয় ভবন বারবজার কলেজ, বারবাজার নতুন ভবন ভিত্তিপ্রস্তুুর শুভ উদ্বোধন করেন এবং বারবাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাহাবুবুর রহমান রঞ্জুর সভাপতিত্তে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার বলেন শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের কোন বিকল্প নাই। তিনি আরও বলেন আমি আমার নির্বাচনী এলাকায় বিভিন্ন প্রকল্পের আওতাধীন ২৬টি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করিয়াছি। একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে শিক্ষার জন্য কাজ করে যেতে চাই। ওই সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার চেয়ারম্যান আলহাজ্জ্ব শাহ মোঃ জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধু সূদন সাহা, বারবাজার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
No comments