কালীগঞ্জে হতদরিদ্র এক অসহায় পরিবারের পাশে দাড়ালেন প্যানেল মেয়র আশরাফ

কালীগঞ্জ প্রতিনিধি: সড়ক দূর্ঘটনায় দু’পা ভেঙ্গে ঢাকার পঙ্গু হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছেন স্বামী রতন দাস। আর বাড়িতে না খেয়ে অনাহারে কাতরাচ্ছে স্ত্রী সহ তার দু’সন্তানের পরিবার। সংসারের একমাত্র উপার্জনক্ষম স্বামীর অনুপস্থিতিতে অর্থের অভাবে হতদরিদ্র ওই পরিবারটি এখন দিশেহারা হয়ে পথে পথে ঘুরছে। এমন দূদর্শার কথা শুনে অসহায় পরিবারটির পাশে দাড়ালেন পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ। তিনি হতদরিদ্র রতন দাসের অভুক্ত স্ত্রী সন্তানদের খাবারের জন্য চাল ডাল সহ প্রযোজনীয় খাদ্য সামগ্রী কেনার সহাযতা দিয়েছেন।
ঢাকার পঙ্গুতে চিকিৎসাধিন কালীগঞ্জ পৌরসভার শিবনগর গ্রামে রতন দাসের স্ত্রী জানায়, গত ১ সে্েপ্টম্বর তার স্বামী কাজের সন্ধানে ঢাকাতে যাচ্ছিলেন। পথে সাভারে এক সড়ক দূর্ঘটনায় রতন দাসের দুটি পা ভেঙ্গে মারাক্ত আহত হয়। সে সময়ে মুমুর্ষ অবস্থায় তাকে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকার পঙ্গুতে রেফার্ড করা হয়। সেই থেকেই তার স্বামী রতন দাস পঙ্গুতে ভর্তি রয়েছে। সে আরো জানায়, একদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম তার স্বামীর অবর্তমানে অর্থের অভাবে তাকে চিকিৎসা করাতে পারছেন না। অন্যদিকে বাড়িতে দুটি সন্তানের মুখেও খাবার তুলে দিতে পারছেনা। এভাবে সর্বশেষ গত দুদিন এক প্রকার না খেয়েই পরিবারটিকে দিন পার করতে হয়েছে। এমনঅবস্থায় দিশেহারা হয়ে সে এখন স্বামী সন্তানদের বাচাতে পথে পথে ঘুরছেন। সোমবার দুপুরে তিনি পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফের দ্বারস্থ হন। এ সময় প্যানেল মেয়র আশরাফ তাৎক্ষনিক তাদের পরিবারের জন্য চাল ডাল খাবার কেনার নগদ সহায়তা প্রদান সহ তার স্বামীর চিকিৎসার সহায়তা করবে বলে আশ্বাস দেন।

No comments

Powered by Blogger.