কালীগঞ্জে ‘‘দেশটাকে পরিস্কার করি দিবস পালিত’’
কালীগঞ্জ প্রতিনিধি: ‘চারপাশে ময়লা নাই, এমন একটা দেশ চাই’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে দেশটাকে পরিস্কার করি দিবস পালিত হয়েছে। পরিবর্তন চাই নামের একটি সংগঠনের আয়োজনে শনিবার সকালে কালীগঞ্জ মেইন বাস ষ্টান্ড থেকে শিক্ষার্থীদের পৃথক দুটি দল বের হয়। ৪০ সদস্য বিশিষ্ট একটি দল ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলা গেট পর্যন্ত এবং অপর একটি দল পৌরসভা গেট পর্যন্ত পরিস্কার ও পরিচ্ছন্নতার কাজ করে। কলেজ ছাত্র মোস্তফা ইবনে মাসুদ এর নেতৃত্বে জিতু তুহিন, সোহরাব হোসেন শিহাব ও তৌহিদুল ইসলামের সহযোগিতায় এ কর্মসূচি পলিত হয়।শেষে উপজেলা পরিষদ চত্তরে সমন্বয়ক মোস্তফা ইবনে মাসুদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা। তিনি বলেন ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলেই আমরা আমাদের পরিবেশ সুন্দর রাখতে পারবো। পরে প্রধান অতিথি এ কাজে অংশ নেয়া ৮০ শিক্ষার্থীর মাঝে সংগঠনটির পাঠানো সার্টিফিকেট বিতরণ করেন।
No comments