ঝিনাইদহে র্যাব- ৬ অস্ত্রসহ আটক
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার সুরা গ্রাম থেকে একটি বিদেশী পিস্তলসহ সাইদুল ইসলাম (৩২) নামের এক যুবকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)-৬। সোমবার (১০ সেপ্টেম্বর) বিকেলে তাকে আটক করা হয়। আটককৃত সাইদুল ইসলাম ওই গ্রামের করম আলীর ছেলে। র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেয়র আব্দুল্লাহ আল মেহেদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুরা গ্রামে অভিযান চালানো হয়। এসময় একটি বিদেশী পিস্তলসহ সাইদুল ইসলামকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
No comments