ঝিনাইদহে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড' উপলক্ষে মতবিনিময় সভা

ঝিনাইদহ প্রতিনিধি:সমাজের তৃণমূল পর্যায়ে আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখায় তরুণ উদ্যোক্তাদের সংগঠন ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০১৮' উপলক্ষে ঝিনাইদহে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইয়ং বাংলার সহযোগিতায় কথন সাংস্কৃতিক সংসদ (কসাস) আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, কথন সাংস্কৃতিক সংসদ (কসাস) এর সভাপতি উম্মে সায়মা জয়া, সহ-সভাপতি শফিক রেহমান জুয়েল, সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্য বিশ্বাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নে কাজ করে যাওয়া বিভিন্ন সংগঠনকে অবহিত করা হচ্ছে। এরমধ্যে সমাজ উন্নয়ন, খেলাধুলা ও সাংস্কৃতিক উন্নয়নসহ বিভিন্ন ক্যাটাগরিতে ১০ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ঝিনাইদহ সদর ও মহেশপুর এবং কুষ্টিয়া সদর ও কুমারখালী উপজেলার বেসরকারী উন্নয়ন সংগঠনগুলো অনলাইন ও অফলাইনে আবেদন করতে পারবেন। যাচাই-বাছাই শেষে সিআরআই’র তরুণদের প্ল্যাটফর্ম ইয়াং বাংলা তরুণ উদ্যোক্তদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

No comments

Powered by Blogger.