ফলোআপঃ ইট বিছানো সেইরাস্তায় দেওয়া হচ্ছে বালি
কালীগঞ্জ প্রতিনিধি:অবশেষে ইট বিছানো সেই রাস্তায় দেওয়া হচ্ছে বালি। শুক্রবার এলজিইডি’র কর্মকর্তারা উপস্থিত থেকে ট্রাকে করে বালি নিয়ে রাস্তায় ছিটানোর ব্যবস্থা করেন। গোটাদিন বালি ছিটানো হয়েছে। স্থানিয়রা বলছেন সংবাদপত্রে লেখালেখির পর সংশ্লিষ্ট অফিসের পক্ষ থেকে একদফা বালি নিয়ে যাওয়া হয়। কিন্তু সেটা বালির পরিবর্তে মাটি হওয়ায় তারা ছেটাতে দেননি। এবার সঠিক বালি দেওয়া হচ্ছে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের আলাইপুর ও আলুকদিয়া গ্রামের লোকজনের চলাচলের একমাত্র রাস্তা আলাইপুর জামতলা-চিত্রানদী রাস্তাটি। একটি সড়কটি ইতিপূর্বে কাঁচাছিল। স্থানিয় এলজিইডি ঠিকাদারের মাধ্যমে রাস্তাটি পাঁকা করেন। দেড় কিলোমিটার এই রাস্তা ৪৫ লাখ ৫৮ হাজার ৪৭৭ টাকা ব্যয় করে পাঁকা করা হয়েছে। ঝিনাইদহের ঠিকাদার মেসার্স কাজী মাহাবুবুর রহমান কাজটি শেষ করেন চলতি বছরের ৩০ মে। আর ১১ জুন চুড়ান্ত বিল উত্তোলন করে নেন। রাস্তার কাজ শেষ করে চুড়ান্ত বিল উত্তোলন করে নিলেও দেখা যায় ইট বিছানো রাস্তায় ইটের উপর কোনো বালি দেওয়া হয়নি। তাছাড়া নিম্নমানের ইট দিয়ে কাজ করায় ভাংতে শুরু করেছে। নির্মানের মাত্র দুই মাসের মধ্যেই বালি না থাকায় এই অবস্থা দেখা দিয়েছে। আলগা, উচু-নিচু ইটের উপর দিয়ে ঘড়ঘড় শব্দে যানবাহন চলাচল করতে বাধ্য হচ্ছে। এদিকে বিষয়টি নিয়ে লোকসমাজ পত্রিকায় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর নড়ে চড়ে বসেন এলজিইডি কর্তৃপক্ষ। ঠিকাদার হজ্জ পালনে দেশের বাইরে থাকলেও কর্তৃপক্ষ ইটের উপর বালি দেওয়ার উদ্যোগ নেন। প্রথম দফায় তারা বালি দিতে গেলে বালির মান ভালো না হওয়ায় এলাকাবাসির বাঁধায় দিতে পারেন নি। শুক্রবার থেকে বালি দেওয়া শুরু হয়েছে। স্থানিয়রা বলছেন এবার কিছুটা হলেও রাস্তাটি ভালো থাকবে।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী অভিজিৎ কুমার বিশ্বাস জানিয়েছেন, ভুলের কারনে ঠিকমতো বালিনা দেওয়ায় কিছুটা সমস্যা হয়েছিল। এখন তারা বালি দেওয়ার ব্যবস্থা করেছেন। আশা করছেন আর কোনো সমস্যা থাকবে না।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী অভিজিৎ কুমার বিশ্বাস জানিয়েছেন, ভুলের কারনে ঠিকমতো বালিনা দেওয়ায় কিছুটা সমস্যা হয়েছিল। এখন তারা বালি দেওয়ার ব্যবস্থা করেছেন। আশা করছেন আর কোনো সমস্যা থাকবে না।
No comments