পরিচিতি আর শুভেচ্ছা বিনিময়ে কাটল নতুন ইউএনও’র প্রথম আইন শৃংখলা সভা
কালীগঞ্জ প্রতিনিধি :নতুন ইউএনও’র সকলের সঙ্গে পরিচিত হওয়া আর কর্মকর্তাদের নিকট থেকে উপজেলা সম্পর্কে ধারণা নেওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সদ্য যোগ দেওয়া ইউএনও সুবর্ণা রাণী সাহার উপস্থিতিতে প্রথম আইন শৃংখলা কমিটির সভা। সভায় উপস্থিত সকলেই নতুন ইউএনওকে শুভেচ্ছা জানান। তারা আনুনিক কালীগঞ্জ গড়তে ইউএনও সুবর্ণা রাণী সাহা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন এই প্রত্যাশা করেন। সোমবার সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আরো বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হুসাইন, স্থানিয় কলেজ অধ্যক্ষ আব্দুল মজিদ, সমাজকর্মী শিবুপদ বিশ্বাস, সাংবাদিক এনামুল হক সিদ্দীক, জামির হোসেন, নয়ন খন্দকার, কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান, পৌর কাউন্সিলর আশরাফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু, নজরুল ইসলাম ছানা ও নাছির উদ্দীন প্রমুখ।
No comments