গাছেরও জীবন আছে বিলবোর্ডের গজাল পেরেকে ক্ষত-বিক্ষত গাছের জীবন
মহেশপুর প্রতিনিধি: মহেশপুর-কোটচাঁদপুরে প্রায় ৫০ কিলোমিটার সড়কের দু-ধারে গাছে গাছে ঝুলছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের প্রচার বিলবোর্ড আর গজাল পেরেকের বিষে নীল হচ্ছে নিষ্পাপ গাছের জীবন। মহেশপুর-কোটচাঁদপুর উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ঝিনাইদহ-৩ আসন। ঘনিয়ে আসছে ১১তম জাতীয় সংসদ নির্বাচন। আর এ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীদের দোড়ঝাপ আর শক্তি প্রদর্শন শুরু হয়েছে বহুদিন আগে থেকে। তবে এ প্রবণতা ব্যপক আকার ধারণ করেছে নির্বাচনকে সামনে করে। নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীরা কেউ ঈদের শুভেচ্ছা, কেউ নানান দিবসের শুভেচ্ছা বা শোক, কেউ বা সরকারের উন্নয়ন কর্মকা- তুলে ধরে ভোটারদের দৃষ্টি আকর্ষণে নানা রঙের প্রচার বিলবোর্ড টাঙিয়েছে। আর এসব বোর্ড বড় বড় গজাল পেরেক ঠুকে লাগানো হয়েছে গাছে। ফলে গজালের বিষে জীবন বিষিয়ে উঠেছে নিরিহ গাছেদের। সরেজমিনে দেখা গেছে, দুটি উপজেলার হাজার হাজার গাছে ঝুলছে এইসব বিলবোর্ড। এ ব্যাপারে মহেশপুর বন বিভাগের কর্মকর্তা বলেন, সরকারের নিয়ম-নীতি না মেনেই যার যা খেয়াল-খুশি মত গাছে পেরেক মেরে বিলবোর্ড টাঙ্গাচ্ছে। এতে মূল্যবান গাছের ব্যাপক ক্ষতি হচ্ছে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, প্রায় ২ কোটি টাকার অপচয় করেছে মনোনয়ন প্রত্যাশীরা। পরিবেশবাদীরা বলছে গাছেরও জীবন আছে এর প্রতিকার হওয়া একান্ত প্রয়োজন। এলাকার সচেতন মহল প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে গাছ থেকে বিলবোর্ড সরানোর দাবী জানিয়েছে।
No comments