কালীগঞ্জে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু
কালীগঞ্জ প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জে সাপের কামড়ে সালমা বেগম (৩০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। রবিবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়। সোমবার সকালে তার মৃত্যু হয়। নিহত সালমা বেগম উপজেলার নিয়ামতপুর গ্রামের শাহ আলীর স্ত্রী।নিহতের পরিবারের সদস্যরা জানান, শাহ আলী পরিবারটি হতদরিদ্র। মাটির ঘরে তারা স্বামী-স্ত্রী ও দুই সন্তান বসবাস করেন। রবিবারও সালমা বেগম ঘরে খাটের উপর মশারীর মধ্যে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ১ টার দিকে বিষধর একটি সাপ মশারীর মধ্যে প্রবেশ করে সালমাকে কামড় দেয়। তাঃক্ষনিক ভাবে ঘুম ভেঙ্গে গেলে তারা সাপটি দেখতে পান। ওই রাতেই সালমাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সকালে যশোর নেওয়ার পথে মারা যান।
No comments