কালীগঞ্জের মস্তবাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জের মস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, কালীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি শিবলী নোমানী, ৪ নং নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কর, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিচুর রহমান মিঠু মালিথা, ৪ নং নিয়ামতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভপতি মসলেম উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য ও ইউপি সদস্য মহিব হোসেন।
এছাড়া একই সময় প্রধান অতিথি নিয়ামতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মহেশ্বর চাঁদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত একডেমিক ভবনের শুভ-উদ্বোধন করেন।
এছাড়া একই সময় প্রধান অতিথি নিয়ামতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মহেশ্বর চাঁদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত একডেমিক ভবনের শুভ-উদ্বোধন করেন।
No comments