রাজশাহীর কামারগাঁতে দশ টাকা কেজি চাল
চিত্রা নিউজ ডেস্ক :তানোরের কামারগাঁ ইউনিয়নে অসহায় সাধারন মানুষেরা দশ টাকাতে ৩০ কেজি চাউল পেয়ে এ সরকারের প্রতি কার্ড ধারীরা খুশি হয়েছে।আজ ৯ সেপ্টেম্বর রবিবার সকালে অত্র ইউনিয়নের দুটি স্থানে কামারগাঁ এবং মাদারীপুর বাজারে ডিলারের মাধ্যমে দশ টাকা কেজির চাল বিতরন করতে দেখা গেছে। এদিকে প্রাপ্ত খবর, মাদারীপুর বাজারের ডিলার রেজাউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, অত্র এলাকাতে সাতশত পঞ্চশ জন অসহায় পরিবারের মাঝে সঠিক নিয়ম অনুসারে চাল দেয়া হচ্ছে। ডিলার বলেন, আরো দু শত পঞ্চাশ কার্ডের চাহিদাও রয়েছে এ অঞ্চলে। এছাড়া ঐ সময় মাদারীপুর বাজারের ডিলার রেজাউল ইসলাম সহ স্থানীয় কার্ড ভোগিরা উক্ত স্থানে উপস্থিত ছিলেন। অপরদিকে, মালশিরার কার্ড ভোগি আনন্দের কাছে জানতে চাইলে তিনি বলেন, গতবারে জাতীয় সংসদ নির্বাচনের সময়ে জনগনকে দশ টাকা কেজি করে চাল দেওয়ার কথা ঘোষনা দিয়েছিলেন সে জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ চাল দিচ্ছে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহুত্বে দশ টাকা কেজি করে তিন শত টাকাই ৩০ কেজি চাল পেয়ে সব চাইতে খুশি হয়েছে কার্ড ধারীরা এবং তারা আগামীতে আওয়ামী সরকারের ভোটের মাঠে ,পাশে থাকবে বলে সংবাদ কর্মীদের কাছে অঙ্গিকার করেছে।
No comments