ঝিনাইদহে খানা শুমারি উপলক্ষে বর্নাঢ্য র্যালি
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহে খানা তথ্যভান্ডার শুমারি উপলক্ষে বর্নাঢ্য র্যালি অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যলয় থেকে র্যালিটি শুরু হয়ে শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই যায়গায় গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে গণনার উদ্ধোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বাকাহিদ হোসেন, ঝিনাইদহ পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক রফিকুল ইসলামসহ শুমারী কাজে নিয়োজিত জোনাল অফিসার, সুপারভাইজার ও গণনাকারীগন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ (এনএইচডি) প্রকল্পের উদ্দ্যেগে জেলার ৬টি উপজেলায় এ কার্যক্রম চলবে।ঝিনাইদহ জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক রফিকুল ইসলাম জানান, ২৭ সেপ্টম্বর থেকে শুরু হয়ে ১৬ অক্টোবর ২০১৮ পর্যন্ত বিভিন্ন খানায় গিয়ে তথ্য সংগ্রহ করবে গণনাকারীরা। এসময় তথ্য প্রদানের জন্য জাতীয় পরিচয় পত্র ও জন্মসনদ তথ্য সংগ্রহকারীকে দেখাতে হবে। এজন্য জেলায় জেলা শুমারী সমন্বয়কারী ২ জন, উপজেলা শুমারী সমন্বয়কারী ৬জন, জোনাল অফিসার ৭৪ জন, সুপারভাইজার ৪৩৯ জন ও গণনাকারী ২৩৭২ জন নিয়োগ দেওয়া হয়েছে বেল তিনি আরো জানান।
No comments