|
Add caption |
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল এলাকা থেকে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব । এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। গ্রেফতারকৃতের পরিচয়, ঝিনাইদহ সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল বারী’র ছেলে খাজুরা গ্রামের মৃত সদর উদ্দীন’র ছেলে মোঃ জাহিদুল ইসলাম (৪২)। ঝিনাইদহ র্যাব এর কোম্পানী কমান্ডার মেজর আবদুল্লাহ আল মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা শহরের বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে প্রতারক জাহিদুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হই। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। তিনি আরও জানান, উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়।
No comments