ঝিনাইদহে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুরে মাদক মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।মঙ্গলবার বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক গোলাম আযম এ দন্ডাদেশ প্রদাণ করেন।দন্ডিতরা হলো-চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুন চাকলা গ্রামের রবিউল ইসলামের ছেলে মিঠু ইসলাম ও একই এলাকার মৃত মোবরক কাজীর ছেলে কাওছার কাজী।আদালত সুত্রে জানা যায়, ২০১২ সালের ৭ জুন মহেশপুর উপজেলার কাঠালতলা এলাকা থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ ওই দুই জনকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের সদস্যরা।এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত ও শুনানী শেষে ওই দুই জন দোষি প্রমাণিত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ডাদেশ প্রদাণ করেন।


No comments

Powered by Blogger.