শৈলকুপায় মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বিল্লাল মোল্ল্যা (৩৬) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকালে শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি এ দন্ডাদেশ প্রদান করেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী জানান, মাদক বিক্রির গোপন খবর পেয়ে তারা শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনির নেতৃত্বে জামসেদপুর গ্রামে অভিযান চালান। সে সময় জেলা মাদকদ্রব্য কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী পৌরসভার জামসেদপুর গ্রামের দুলাল মোল্ল্যা ছেলে বিল্লাল মোল্ল্যাকে সাড়ে ৪শ গ্রাম গাজাসহ গ্রেফতার করেন। পরে ঘটনাস্থরেই ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি মাদক ব্যবসায়ী বিল্লাল মোল্ল্যাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। অভিযানের সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের এএসআই শেখ আববাস উদ্দিন, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই জিএম শহীদুল ইসলাম, আজিজ খান, সাইদুল হকসহ জেলা পুলিশ লাইন্সের, ৩ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
No comments