ঝিনাইদহে মাদক বিরোধী আলোচনা সভা ও শপথবাক্য পাঠ
ঝিনাইদহ প্রতিনিধি:‘জীবনকে ভালবাসুন, মাদক থেকে দুরে থাকুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে মাদক বিরোধী আলোচনা সভা ও শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়েছে।মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়।ঝিনাইদহ কলেজের অধ্যক্ষ বাদশা আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক, সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী, কলেজের ম্যানেজিং কমিটির সদস্য মনোয়ার হোসেন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক তাজিমুল ইসলাম, শিক্ষার্থী নুসরাত জান্নাত নিশা। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজে প্রভাষক বাবুল আক্তার লাল্টু। বক্তারা,মাদকের কুফল সম্পর্কে আলোচনা ও মাদকমুক্ত দেশ গড়তে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করার আহ্বান জানান। পরে শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথবাক্য পাঠ করানো হয়।
No comments