প্রতিশোধ নয়, হাথুরুকে হারাতে চান তামিম
চিত্রা নিউজ ডেস্ক: অবশ্যই আমরা আমাদের সাবেক কোচকে হারাতে চাই। তবে খুব ভালো মানসিকতা নিয়ে, প্রতিশোধ নেয়ার জন্য নয়। শুধু তাকে হারানোর কথা ভাবলে কাজ হবে না। খুব ভালো ক্রিকেট খেলার ব্যাপারে অবশ্যই মনঃসংযোগ করতে হবে। শ্রীলংকার বিপক্ষে মাঠে নামা মানে বাংলাদেশের প্রতিপক্ষ চন্ডিকা হাথুরুসিংহেও। গত জানুয়ারি থেকে তেমনটাই হয়ে আসছে। কিন্তু ব্যাপারটিকে ঠিক সেভাবে দেখছেন না তামিম ইকবাল। টাইগার এ ওপেনার জানিয়েছেন, হাথুরুসিংহের (শ্রীলংকা) বিপক্ষে প্রতিশোধ নয়, হারাতে চাই।২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরের মধ্যে পদত্যাগ করে বেশ ক্ষোভের জন্ম দিয়েছিলেন তিনি। পরে নিজ দেশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন। শ্রীলংকা ক্রিকেট দলের কোচ হিসেবে নিজের মিশন শুরু করেন আবার বাংলাদেশের মাটিতেই। বাংলাদেশে থেকে ত্রিদেশীয় সিরিজের শিরোপা নিয়ে ফিরেন। স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও জয় পায় হাথুরুসিংহের শ্রীলংকা।বাংলাদেশের ক্রিকেটকে বদলে দিতে দারুণ অবদান রেখেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। এর পাশাপাশি শ্রীলংকার বতর্মান এ কোচ বিতকর্ও ছড়িয়েছিলেন। এদিকে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে তার বিরোধও ছিল। এসব কারণেই বাংলাদেশ দলের হাথুরুসিংহের মুখোমুখি হওয়া মানেই এক ধরনের ‘প্রতিশোধে’র উপলক্ষ। কিন্তু সে ভাবনা ঠিক নয়, বলছেন তামিম।ভিসা জটিলতা কাটিয়ে গত মঙ্গলবার তামিম ইকবাল উড়ে গেছেন আরব আমিরাতে। যোগ দিয়েছেন সতীথের্দর সঙ্গে। শ্রীলংকার বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলার এক পযাের্য় ওঠে হাথুরু প্রসঙ্গ। আসে প্রতিশোধের বিষয়টিও। কিন্তু ড্যাশিং এ ওপেনার ব্যাট করলেন সোজা ব্যাটে। বলেছেন, ‘আমরা (দল) তার সঙ্গে অসাধারণ কিছু মুহূতর্ কাটিয়েছি। চার-পাঁচ বছর কেউ কোচ হিসেবে থাকলে সম্পকের্র উত্থান-পতন থাকবেই। কিন্তু কোচ হিসেবে তিনি আমাদের জন্য অসাধারণ কাজ করেছেন। কেউ তার কাছ থেকে এই কৃতিত্ব ছিনিয়ে নিতে পারবে না।’হাথুরুর বিপক্ষে প্রতিশোধের কোনো ভাবনা নেই সতীথের্দর। ব্যাপারটি নিশ্চিত করেছেন তামিম। তবে শ্রীলংকাকে হারিয়ে এবারের এশিয়া কাপের শুরুটা করতে চায় বাংলাদেশ। জানিয়েছেন তামিম, ‘অবশ্যই আমরা আমাদের সাবেক কোচকে হারাতে চাই। তবে খুব ভালো মানসিকতা নিয়ে, প্রতিশোধ নেয়ার জন্য নয়।’বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে হাথুরুসিংহেকেই আবার সবচেয়ে বড় শক্তি মানছে শ্রীলংকা। দলটির অন্যতম সদস্য ধনঞ্জয়া ডি সিলভা সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘তিনি (হাথুরুসিংহে) বাংলাদেশের শক্তি ও দুবর্লতার জায়গাগুলো জানে। আমাদের তাই এখান থেকে ইতিবাচক দিকগুলো তুলে নেয়ার ভালো সুযোগ রয়েছে। এটি আমাদের জন্য শক্তিশালী জায়গা।’যেকোনো ফরম্যাটের ক্রিকেটেই শ্রীলংকা এ মুহ‚তের্ দারুণ দল। তার সঙ্গে তাদের রয়েছে হাথুরুর মতো কোচ। তাই দলটিকে হারাতে নিজেদের সেরাটা দিতে হবে বলে মনে করেন তামিম, ‘শুধু তাকে হারানোর কথা ভাবলে কাজ হবে না। খুব ভালো ক্রিকেট খেলার ব্যাপারে অবশ্যই মনঃসংযোগ করতে হবে।’সা¤প্রতিক সময়ে দুদার্ন্ত ফমের্ রয়েছেন তামিম ইকবাল। এশিয়া কাপেও ছন্দটা ধরে রাখতে চান তিনি। শুধু তাই নয় দলকে জেতাতে দিতে চান সামনে থেকে নেতৃত্ব। দুবাইয়ে সংবাদ সম্মেলনে আসন্ন টুনাের্মন্টে নিজের লক্ষ্যের কথাও জানিয়েছেন তিনি।গতবার ভারতের কাছে ফাইনাল হারের দুঃসহ স্মৃতি এবার কাটিয়ে উঠতে চান মাশরাফি বিন মুতার্জারা। দুবাইয়ে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেই প্রত্যাশা পূরণে অবদান রাখতে চান তামিম ইকবাল।পাকিস্তান সুপার লিগে পেশাওয়ার জালমির হয়ে সংযুক্ত আরব আমিরাতে খেলা অভিজ্ঞতা আছে বাংলাদেশের বাঁহাতি ওপেনারের। এটা এশিয়া কাপে ভালো কাজে দেবে বিশ্বাস তামিমের।দুবাইয়ে শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার আগে বৃহস্পতিবার অনুশীলন করেছে বাংলাদেশ। সেখানেই নিজের আত্মবিশ্বাসের কথা জানান তামিম, ‘পাকিস্তান সুপার লিগে খেলার কারণে দুবাইয়ে খেলার কিছু অভিজ্ঞতা আমার আছে। আমি মনে করি উইকেট এখানে একই নয়। কখনো কখনো এটা সত্যিই ভালো ব্যাটিং উইকেট হয়, আবার কখনো সিমার ও স্পিনারদের সহায়তা করে।’উইকেট নিয়ে রহস্যের মধ্যে আছেন বাংলাদেশের এই তারকা ব্যাটসম্যান, ‘আমাদের দেখতে হবে কেমন উইকেট আমরা পাই। কিন্তু দুবাইতে খেলা সবসময় মজার। আমরা ভালো একটা ম্যাচ খেলতে মুখিয়ে আছি।’
No comments