জাতীয় পর্যায়ে স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা, ৬ খেলার মধ্যে ৩ টিতে জালালপুরের জয়

কোটচাঁদপুর প্রতিনিধি:ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জাতীয় স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম আসর বসেছিল তালসার কাজী লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে। সোমবার ওই মাঠে ৮ টি স্কুল-মাদ্রাসার ছেলে ও মেয়েদের ৪ টি ফুটবল খেলা এবং ২ টি স্কুলের ছেলেদের মধ্যে কাবাডী খেলা অনুষ্ঠিত হয়। অংশগ্রহনকারী স্কুল মাদ্রাসাগুলো হচ্ছে জালালপুর মাধ্যমিক বিদ্যালয়, তালসার কাজী লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়, জালালপুর দাখিল মাদ্রাসা, হরিন্দিয়া দাখিল মাদ্রাসা, কুশনা মাধ্যমিক বিদ্যালয় ও ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়। খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তালসার স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমান। শুরুতেই জালালপুর মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করেন তালসার কাজী লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলার নিদ্ধারিত সময়ে কোনো পক্ষই গোল করতে না পেরে চলে যায় টাইব্রেকারে। এতে জালালপুর মাধ্যমিক বিদ্যালয় জয় পায়। জালালপুর দলের পক্ষে খেলায় অংশ নেয় সাকিব (অধিনায়ক), সাবিত গোলরক্ষক), ইমরান, রাসেল, কাজল, রাকিব, উৎসব, জেসান, মামুন, হাসান, কবির, রানা, শওকত ও আরিফুল। তালসার দলের পক্ষে ছিলেন সম্রাট (অধিনায়ক), হাবিবুল্লাহ গোলরক্ষক), সিহাব, সোলাইমান, সুব্রত, রাসেল, সঞ্চয়, রুবেল, সিহাবুদ্দিন, হাসানুর, সাগর, পলাশ, সোয়েব ও সবুজ। এরপর ফুটবলের আরেকটি খেলায় কুশনা মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে পরাজিত করে ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় দলকে। মাদ্রাসা পর্যায়ের খেলায় জালালপুর দাখিল মাদ্রাসা ১-০ গোলে পরাজিত করেছে হরিন্দিয়া দাখিল মাদ্রসা দলকে। এছাড়া কাবাডী খেলায় জালালপুর মাধ্যমিক বিদ্যালয় ২৯ পয়েন্ট পেয়ে জয়লাভ করেছে। তাদের বিপক্ষে তালসার স্কুল পেয়েছে ১৩ পয়েন্ট। মেয়েদের একটি খেলায় ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে তালসার কাজী লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করেছে। খেলাগুলো পরিচালনা করেন গোলাম সরোয়ার, হামিদুল ইসলাম, নিরঞ্জন কুমার রকিবুজ্জামান।

No comments

Powered by Blogger.