বিএনপি-জামাত এই দেশে রাজনীতি করার শক্তি হারিয়ে ফেলেছে-শাহরিয়ার কবির
গোলাম রসুল কালীগঞ্জ ঝিনাইদহ :বিএনপি-জামাতের সাংগঠনিক মেরুদন্ড ভেঙ্গে গেছে। তারা এদেশে রাজনীতি করার শক্তি হারিয়ে ফেলেছে। তবে তারা ষড়যন্ত্র করতে পারে। আর এ জন্য আমাদের সজাগ থাকতে হবে। সব সময় খেলায় রাখতে হবে বঙ্গবন্ধুর দলের মধ্যে যেন বিভেদ সৃষ্টি না হয়। তাহলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে। গতকাল রবিবার ঝিনাইদহের কালীগঞ্জে ঘাতক দালাল নির্মূল কমিটির এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় শাহরিয়ার কবির উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের সজাগ থাকতে হবে। দেশ বিরোধী ঘাতক দালাল জামায়াতের কেউ যেন নির্বাচনে অংশ নিতে না পারে। তিনি আরো বলেন, আগামী নির্বাচনের আগে যেন একটা হিন্দুর গাঁয়ে হাত না পড়ে। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। এখানে হিন্দু-মুসলিম মিলে মিশে বাস করতে চাই। কোনো শক্তিই যেন এই পরিবেশ নষ্ট করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। রবিবার বিকালে কালীগঞ্জ উপজেলা ঘাদানির আহবায়ক ইসরাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরো বক্তৃতা করেন কাজী মুকুল, সাবেক সাংসদ আব্দুল মান্নান, হারুন-ীর রশীদ, খন্দকার হাফিজ ফারুক, লিয়াতক আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, কবির হোসেন, মোফাজ্জেল হোসেন, ওহিদুজ্জামান ওদু, ইতি শিকদার প্রমূখ।
No comments