মহেশপুর জামায়াতের নায়েবে আমীর ইউপি চেয়ারম্যান ফকির আহম্মেদ সহ ১৫ জন গ্রেফতার
মহেশপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে মহেশপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ইউপি চেয়ারম্যান ফকির আহম্মেদ সহ ১৬ জনকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। থানা সূত্রে প্রকাশ, শনিবার ভোর রাতে মহেশপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতের ৮ জন নেতা-কর্মী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৭ জন আসামীকে আটক করে। এরমধ্যে উপজেলা জামায়াতের আমীর ও নাটিমা ইউনিয়নের ৪ বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান ফকির আহম্মেদ রয়েছে। তাকে বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে। অন্যরা হলেন-জলিলপুর গ্রামের মৃত হারেজ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক, বাবলা মাথাভাঙ্গা গ্রামের শহর আলীর ছেলে খলিলুর রহমান, তার ভাই লুৎফর রহমান, গাড়াপোতা গ্রামের মৃত সুজাত আলীর ছেলে আনোয়ার হোসেন, সোনাইডাঙ্গা গ্রামের নায়েব আলী দেওয়ানের ছেলে বাবলু দেওয়ান, দারিয়াপুর গ্রামের গোলাম মন্ডলের ছেলে মন্টু মন্ডল, একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম। এরা সকলেই জামায়াতের সক্রিয় কর্মী। বাকী ৭ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। জামায়াতের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন-“বর্তমান সরকারের আমলে নির্যাতিত জনপদের অপর নাম মহেশপুর। মহেশপুরের সাধারণ মানুষ জামায়াতে ইসলামীকে ভালোবাসায় বরাবর তাদের মূল্য দিতে হয়েছে। অসংখ্য মামলা কাঁধে নিয়ে তাদের দিন যাপন করতে হচ্ছে উদ্বাস্তুর মত। বারবার আদর্শবাদী এ মানুষগুলোকে মিথ্যা মামলার ফাঁদে ফেলে হয়রানি করা হচ্ছে। নির্বাচনের গন্ধ পেয়েই তারা গণগ্রেফতার শুরু করেছে। তবে আগামী নির্বাচনে এ মিথ্যার জবাব দিতে মানুষ প্রস্তুত রয়েছে। জুলুমের দিন শেষ হবেই ইনশাআল্লাহ।” মহেশপুর থানার এস.আই. কামাল হোসেন জানান, গত ৪ঠা আগস্ট আজমপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে সন্ত্রাস ও নাশতার পরিকল্পনা করার সময় বোমা সহ ২ জনকে আটক করা হয় এবং অজ্ঞাত ৩০/৪০ জনের নামে মামলা হয়। যার নং-২(৯)১৮। উক্ত মামলায় জামায়াতের এই ৮ জনকে চালান দেওয়া হয়েছে।
No comments