ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়ন চেয়ারম্যান সড়ক দূর্ঘটনায় আহত
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়নের চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগের সদস্য ছমির উদ্দিন সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। তিনি বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত ছমির উদ্দিন জানান, আরাপপুর বাস স্ট্যান্ড থেকে ইজিবাইক যোগে শহরের দিকে আসছিলেন। এ সময় বিপরিত দিক থেকে আসা আরেকটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক উল্টে মারাত্মক আহত হন। এ খবর পেয়ে ঝিনাইদহের -২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু তার খোজ খবর নেন। এ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে আসেন ঝিনাইদহ সদর থানা যুবলীগের সাবেক আহবায়ক নুরে আলম বিপ্লব, পৌর যুবলীগের সদস্য মাবু আজিজ, ছাত্রলীগ নেতা আবুল বাসার, যুবলীগ সদস্য মজনু মন্ডলসহ নেতৃবৃন্দ।
No comments