বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রেস বিজ্ঞপ্তি

চিত্রা নিউজ ডেস্ক:বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-র ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কালীগঞ্জ থানা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে থানা বিএনপি-র সাধারণ সম্পাদক আয়নাল হাসানের সভাপতিত্বে থানা বিএনপি-র কার্যালয়ে বিকাল ৪টায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন থানা বিএনপি-র সহ সভাপতি আলাউদ্দিন আলা, থানা বিএনপি-র সাংগঠনিক সম্পাদক ডাঃ নুরুল ইসলাম, মাহাতাব উদ্দিন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক সাইফুজ্জামান স্বপন, থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা। এসময় আরো উপস্থিত ছিলেন থানা বিএনপি-র সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিমলা-রোকনপুর ইউনিয়ন বিএনপি-র সাধারণ সম্পাদক আকিমুল ইসলাম মিলন, নিয়ামতপুর ইউনিয়ন বিএনপি-র সাধারণ সম্পাদক পিয়ার উদ্দিন, পৌর বিএনপি নেতা ওয়াহেদ আলী লস্কার, শওকত হোসেন ফেলু, মিরু খা, থানা যুবদল নেতা লিটন মাহমুদ, থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবীর, পৌর যুবদলের সাধারণ সম্পাদক সাইফুজ্জামান স্বপন, থানা যুবদলনেতা হাসান সিদ্দিকী মিল্টন, মিলন বিশ্বাস, পৌর যুবদল নেতা শরিফুজ্জামান টুটুল, ইমরান হোসেন, তৌহিদ মুন্সি, সুমন রানা, থানা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, পৌর কৃষকদলের সভাপতি ফুরকান আলী, সাধারণ সম্পাদক বছির আহাম্মেদ, থানা যুবদলনেতা জাফর ইকবাল, শওকত হোসেন খোকন, থানা ছাত্রদলনেতা সুমন হোসেন, সোহেল রানা, হাফিজুর রহমান জনি, নাহিদুজ্জামান, পৌর স্বেচ্ছাসেবকদলের নেতা সাহেব আলী প্রমুখ। এসময় আলোচনা সভার সভাপতি আয়নাল হাসান তার বক্তব্যে বলেন, দেশের চরম ক্রান্তীলগ্নে দেশের প্রয়োজনে সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান “বিএনপি” গঠন করেছিলেন। আজ আমরা যখন বিএনপি-র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি তখনও দেশ চরম ক্রান্তীলগ্নে রয়েছে। বিএনপি-র চেয়ারপার্সন মাদার অব ডেমোক্রেসী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিহিংসার মামলায় কারাগারে রয়েছে। আজকের এই দিনে আমাদেরকে শপথ নিতে হবে যতই বাধা আসুক আমরা সকল বাধা অতিক্রম করে আন্দোলনের মাধ্যমে আমাদের নেত্রীকে মুক্ত করে আনব এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে এই সরকারকে বাধ্য করব। এলক্ষ্যে কালীগঞ্জের জাতীয়তাবাদী আদর্শের সকল ইউনিটের নেত্রীবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরিশেষে বিএনপি-র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও মুক্তির জন্য দোয়া কামনাসহ বিএনপি-র প্রতিষ্ঠালগ্ন থেকে যারা দলের আদর্শ, উদ্দেশ্য বাস্তবায়নে ত্যাগ স্বীকার করেছেন তাদের অনেকেই আমাদের মাঝে নেই তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওঃ মোঃ ফুরকান আলী। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন পৌর ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহ।




No comments

Powered by Blogger.