কালীগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
কালীগঞ্জ প্রতিনিধি:বাড়িতে আত্মিয় আসবে, রাস্তায় গিয়ে অপেক্ষা করছিল শিশু সাদিয়া (৭)। খেয়াল ছিল দূর রাস্তার দিকে ওই বুঝি আসছে। এমন সময় পেছন থেকে একটি ইজিবাইক তাকে সজোরো ধাক্কা দিয়ে ফেলে দেয় শিশুটিকে। মাথায় গুরুত্বর আঘাত পাই সে। শনিবার দুপুরে আহত হয়ে শিশুটি মারা যায় রবিবার দুপুরে। নিহত শিশুটি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলরামপুর গ্রামের জসিম উদ্দিনের কন্যা। নিহতের পরিবার জানান, তাদের বাড়ির পাশ দিয়ে চলে গেছে কালীগঞ্জ কোলা সড়ক। রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে বাড়িতে আত্মিয় আসবে এটা শুনে সাদিয়া রাস্তার পাশে গিয়ে অপেক্ষা করছিল। এমন সময় একটি ইজি বাইক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার উপর পড়ে গুরুত্বর আহত হয়। পরে প্রখমে কালীগঞ্জ ও পরে যশোর ২৫০ শয্য হাসপাতালে নেওয়া হয়। রবিবার বেলা ১২ টার দিকে তার মৃত্যু হয়। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ঘটনার খবর শুনেছেন। কিন্তু কোনো পক্ষ তাদের কাছে কোনো অভিযোগ করেনি।
No comments