মহেশপুরে মাইক্রোবাসের ধাক্কায় আলমসাধু চালক নিহত
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুরে মাইক্রোবাসের ধাক্কায় এক আলমসাধু চালক নিহত হয়েছে।গেল রাতে জীবননগর-কালীগঞ্জ সড়কের কাটাখালি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ২০ বছর। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, কালীগঞ্জ থেকে একটি মাইক্রোবাস জীবননগর যাচ্ছিল। পথে কাটাখালি নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা আলমাধুর সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলমসাধু চালকের মৃত্যু হয়। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
No comments