ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ঔষধী বৃক্ষের চারা বিতরণ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি ॥
শিশুকাল থেকে শিক্ষার্থীদের মাঝে গাছের গুরুত্ব অনুধাবনে ঝিনাইদহ কালীগঞ্জের কাজী আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল ফাউন্ডেশন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছে। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী এমদাদুল হক এমদাদের উদ্যোগে ফ্রি পাঠদানকৃত শিক্ষার্থীদের মাঝে শুক্রবার সকালে ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি জামির হোসেন। এ উপলক্ষে কাজী এমদাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক সংবাদ প্রতিনিধি সাবজাল হোসেন, প্রেসক্লাবের সদস্য প্রতিদিনের কথা পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি বাবুল আক্তার, দৈনিক কল্যাণের কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি আরিফ হোসেন মোল্ল্যা, শিক্ষক হারাধন বিশ্বাস প্রমূখ। অনুষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ নিম, অর্জুন, আমলকী, বহেরাসহ বিভিন্ন ঔষধী বৃক্ষের চারা তুলে দেন। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, গাছ আমাদের সবচেয়ে কাছের বন্ধু। এ থেকে যেমন আমরা জীবন বাঁচানো ঔষধ পাই। অন্যদিকে বৃক্ষ আমাদের অর্থের যোগান দিয়ে থাকে। তাছাড়া বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই আমাদেরকে বেশি করে বৃক্ষরোপন করতে হবে। প্রেসক্লাবের নেতৃবৃন্দ এ ফাউন্ডেশনের শিক্ষার্থীদেরকে ৫০ টি বৃক্ষের চারা বিনামূল্যে দেয়ার ঘোষনা দেন।

No comments

Powered by Blogger.