ঝিনাইদহে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি:
‘ভোক্তা অধিকার প্রতিষ্ঠা ও সংরক্ষণে স্বোচ্চার হোন, আন্দোলন গড়ে তুলুন’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জিএম আব্দুর রউফ, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সুচন্দন মন্ডল, নেপালের নিউজটোয়েন্টিফোর টিভি ও কারবার ইকোনিমক ডেইলি পত্রিকার সাংবাদিক মকর বাহাদুর ধনী, জেলা ক্যাবের সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক শরিফা খাতুনসহ সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ভোক্তা অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি এসএন নাজের হোসেন।
এসময় বক্তারা, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো প্রতি আহ্বান জানান।

No comments

Powered by Blogger.