ঝিনাইদহে রিড প্রকল্পের জেলা ফেইজ আউট কর্মশালা


ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে রিডিং ইনহ্যান্সমেন্ট ফর এডভান্সিং ডেভেলপমেন্ট (রিড) প্রকল্পের জেলা পর্যায়ে ফেইজ আউট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ পিটিআই মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ইকবাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিআই সুপার আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সুপার এস এম সালাউদ্দীন, এডিপিও মাহবুব মান্নান, লক্ষন কুমার দাস, কালীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার সালমা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন রিড প্রকল্পের মনিটরিং বিভাগের সিনিয়র টেকনিক্যাল অফিসার রবিউল ইসলাম।
কর্মশালা থেকে জানানো হয়, ইউএসইআইডি ও সেভ দ্যা চিলড্রেন এর সহযোগিতায় জাগরনী চক্র ফাউন্ডেশন রিড প্রকল্পের মাধ্যমে ২০১৩ সাল থেকে জেলার কালীগঞ্জ, কোটচাঁদপুর ও হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষার সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। এর মধ্যে তারা শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার্থীদের মাঝে বই বিতরণসহ নানা কর্মকান্ড চালিয়ে আসছে। কর্মশালায় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষা অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.