ঝিনাইদহে বঙ্গমাতা শেখ বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি:বঙ্গমাতা শেখ বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮ তম জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।শনিবার সকালে শহরের কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে এ উপকরণ বিতরণ করেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস, নিশচা জেলা শাখার সাধারণ সম্পাদক নিয়ামুল সবুজ, কসাসের সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্য বিশ্বাসসহ অন্যনান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ পৌরসভার শিক্ষা উন্নয়ন প্রকল্পের সংগঠক কাজল বিশ্বাস। আলোচনা সভা শেষে ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
No comments