মহেশপুরে গ্রাম পুলিশকে মারপিট করার অভিযোগে ইউপি সচিব ও মেম্বারের বিরুদ্ধে মামলা

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাশবাড়ীয়া ইউনিয়নের এক গ্রাম পুলিশ মারপিট করার অভিযোগে ইউপি সচিব ও এক মেম্বারের বিরুদ্ধে বুধবার সকালে মহেশপুর থানায় মামলা হয়েছে।
জানা গেছে, গত রবিবার দুপুরে ইউনিয়নের সেক্রেটারি জহুরুল ইসলাম ফোন করে গ্রাম পুলিশ বিল্লাল হোসেনকে ডেকে এনে চেয়ারম্যানের কাছে পা ধরে ক্ষমা চাইতে বলে। বিল্লাল হোসেন ক্ষমা চাওয়ার কারন জানতে চাইলে ইউসি সচিব জহুরুল ইসলাম ও মেম্বার হাবিবুর রহমান তাকে বেধড়ক মারপিট করে। পরে অন্যান্য গ্রাম পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে খোজ-খবর নিয়ে জানা যায়, গত ঈদুল ফিতরে ভিজিএফ এর ৮বস্তা চাউল ইউপি সচিবের মাধ্যমে আত্মসাৎ করার চেষ্টা করা হয়েছিল। উপজেলা প্রশাসন বিষয়টি জেনে ফেললে তা দুস্থ মানুষের মাঝে পরে বিতরন করে। এই ঘটনার তথ্য ফাঁস হওয়ার বিষয়ে ইউপি সচিব বিল্লাল হোসেনকে সন্দেহ করে সেই থেকে তাকে একাধিবার কারন দর্শানোর নোটিশ দিয়ে হেনেস্থা করেছে। তাছাড়া তাকে চাকুরী থেকে বরখাস্থ করার জন্য বিভিন্ন ধরণের কুট-কৌশল আটে। সর্বশেষ তাকে মারধোর করা হয়। অত্র ইউপি চেয়ারম্যান আব্দুল মালেকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। মহেশপুর থানার ওসি লস্কর জায়াদুল হক জানান, এই ঘটনায় বুধবার একটি মামলা দায়ের হয়েছে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

No comments

Powered by Blogger.